রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২৩ শাওয়াল, ১৪৪৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে যুবদল নেতা বিপুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি,সিরাজগঞ্জ

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ২০:১৬

আপডেট: ২০ এপ্রিল, ২০২৫ ২০:১৭

শেয়ার

সিরাজগঞ্জ শাহজাদপুরে যুবদল নেতা বিপুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ছবি : বাংলা এডিশন
সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবদল নেতা বিপুল হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ, খুনিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে, দলের নেতা-কর্মী ও সমর্থকরা। রোববার দুপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হয়ে শাহজাদপুর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল নেতা আব্দুল্লাহ্ আল-মাহমুদ, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা নাদিম আলী প্রমূখ।
 
বক্তারা বলেন, এখনও দেশে বিএনপির যে সকল নেতা-কর্মী খুন হচ্ছে সেগুলো শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে। ভারতে বসে ওই খুনি যেমন নির্দেশনা দিচ্ছেন তার খুনি নেতা-কর্মীরা সেভাবেই বিএনপির নেতা-কর্মীদের খুন করে যাচ্ছে। আর শাহজাদপুরেও তার ব্যাতিক্রম ঘটেনি। বক্তারা আরো বলেন, বিপুল যুবদলের রাজনীতি করতো আর তার ভাই নুরুজ্জামান  ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন। এজন্য তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। সেই বিএনপি পরিবারের বিপুলকে একটি তুচ্ছ ঘটনায় আওয়ামীলীগ নেতা মফিজের ছেলেরাসহ অন্যান্য আওয়ামীলীগের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে শহিদুলরা এভাবে হত্যা করলো। 
 
বক্তারা বিপুল হত্যার সাথে জড়িত সবাইকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে অনুরোধ করেন। থানার অফিসার ইনচার্জ আছলাম আলী বাংলা এডিশন কে জানান, বিপুল হত্যার ঘটনায় শহিদুল কে প্রধান আসামী করে নিহতের বড় ভাই নুরুজ্জামান বাদি হয়ে থানায় ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে এবং ইতোমধ্যেই রাজিব (৩২) নামের একজন আসামীকে আটক করা হয়েছে।
banner close
banner close