
ছবি: বাংলা এডিশন
কুষ্টিয়ার দৌলতপুর সিমান্ত থেকে এক কোটি ৯৮ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি-৪৭।
মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সিমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে, শূণ্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাকে আটক করে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক শ্রী রপন মন্ডল (৪২) মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজান বেগ এলাকার মৃত সুধির মন্ডলের ছেলে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে, শূণ্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক শ্রী রপন মন্ডলের নিকট হতে আনুমানিক ১ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ (১২ পিস স্বর্ণের বার) উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ১ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উক্ত ঘটনার সাথে জড়িত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারীর খারিজাথাক এলাকার মুজা সরকারের ছেলে নুর আলম সরকার (৩৫) ঘটনাস্থল হতে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিধি অনুযায়ী মামলা দায়েরপূর্বক ধৃত আসামীকে দৌলতপুর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: