বৃহস্পতিবার

২৪ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৬ শাওয়াল, ১৪৪৬

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক উদ্বোধন করলেন নৌ পরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫ ১২:৩৮

শেয়ার

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক উদ্বোধন করলেন নৌ পরিবহন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক সার্ভিস চালু হয়েছে। এর মাধ্যমে সি-ট্রাক যুগে প্রবেশ করলো কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীবাসী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের নুনুয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম সি-ট্রাক ছেড়ে যায় মহেশখালীর উদ্দেশ্যে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এ সেবার উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এর আগে গত শুক্রবার নৌরুটটিতে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু করা হয়। স্থানীয়রা জানান, সি ট্রাকসেবা চালু হওয়ায় দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।

বিআইডব্লিউটিএ কক্সবাজার নদীবন্দরের সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান বলেন, ‘ব্রিহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি সি-ট্রাকে করে মহেশখালীর উদ্দেশ্য রওনা করেন।’  

banner close
banner close