বৃহস্পতিবার

২৪ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৭ শাওয়াল, ১৪৪৬

সাভারে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫ ১৫:০৫

আপডেট: ২৪ এপ্রিল, ২০২৫ ১৫:০৬

শেয়ার

সাভারে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকার সাভারে ৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

গ্রেফতাররা হলেন, সাভার উপজেলার বাগ্নীবাড়ী এলাকার মোবারক হোসেন আমিরের ছেলে মোজাম্মেল হোসেন (২৬), একই এলাকার মোঃ ওমর আলীর ছেলে সাহাবুদ্দিন (২৭) ও জয়পুরহাট সদর থানার বানারশী এলাকার বিপুলের ছেলে অন্তর ইসলাম (২৩)।

ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাভারের বিরুলিয়া বাগ্নীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও তার সংগীয় দল। সেখানে তারা রাত সোয়া ৮টার দিকে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

banner close
banner close