শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৭ শাওয়াল, ১৪৪৬

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫ ১৯:৪১

শেয়ার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক
ছবি : বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগানা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের কন্য পুতুল দাস (৪৯) ও একই এলাকার বলাই দাসের ছেলে তারেক দাস। 

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সাইফুল ইসলাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করছিলেন সুবেদার মোঃ হাফিজুর রহমান।

এ সময় সীমান্ত মেইন পিলার ৬৮ হতে আনুমানিক ০৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন রাস্তা থেকে দুই জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। ওই দুই ভারতীয় নাগরিক  বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলো।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত দুই ভারতীয় নাগরিককে চুয়াডাংগা জেলার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। 

banner close
banner close