শুক্রবার
16:19:34

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

মাদারীপুরে পরিত্যক্ত জমিতে পাওয়া গেল যুবকের গলাকাটা মরদেহ

প্রতিনিধি,মাদারীপুর

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫ ২১:৪১

শেয়ার

মাদারীপুরে পরিত্যক্ত জমিতে পাওয়া গেল যুবকের গলাকাটা মরদেহ
ছবি : বাংলা এডিশন

মাদারীপুরে জমির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে কামরুজ্জামান (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলার শিবচর উপজেলার কাদিরপুর প্রেম ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের সরদার কান্দী গ্রামের দাদন চোকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদিরপুর প্রেম ব্রিজ সংলগ্ন একটি ছোট পরিত্যক্ত জমির মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বাংলা এডিশন কে বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি। এই হত্যাকাণ্ডের রহস্য অতি শিগগিরই উদঘাটন করা হবে।

banner close
banner close