
ছবি : বাংলা এডিশন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের ফুটানি মার্কেট-সুইজগেইট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শত শত শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি জেলহজ, এনায়েতপুর হাট সমিতির সহ-সভাপতি মুক্তার হাসান, ব্যবসায়ী আলম হোসেন, আইসিএল স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, প্রভাষক জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি জুলফিকার আলী ও ব্যবসায়ী আব্দুল কাদের।
বক্তারা বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে প্রায় ৫.৫ কিলোমিটার সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির বেহাল দশার কারণে পণ্য পরিবহন ও যাত্রী চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তারা দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জোর দাবি জানান।
আরও পড়ুন: