শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১২ বৈশাখ, ১৪৩২
২৮ শাওয়াল, ১৪৪৬

ট্রেনের বগিতে মিলল কোটি টাকার হেরোইন

প্রতিনিধি,ঝিনাইদহ

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫ ১১:২৫

আপডেট: ২৫ এপ্রিল, ২০২৫ ১১:২৭

শেয়ার

ট্রেনের বগিতে মিলল কোটি টাকার হেরোইন
ছবি : বাংলা এডিশন

ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী ট্রেন থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ এক কেজি ১২৫ গ্রাম।

গতকাল বৃহস্পতিবার  সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে এ অভিযান চালায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, বিকেল পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের বগি থেকে এক কেজি ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।

এসব হেরোইন বিজিবির তত্ত্বাবধানে জমা রাখা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তা নষ্ট করা হবে বলে জানিয়েছে বিজিবি।

banner close
banner close