শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১২ বৈশাখ, ১৪৩২
২৮ শাওয়াল, ১৪৪৬

গোসাইরহাটে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি,শরীয়তপুর

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫ ১৪:৪৬

আপডেট: ২৫ এপ্রিল, ২০২৫ ১৪:৪৭

শেয়ার

গোসাইরহাটে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি
শরীয়তপুরের গোসাইরহাটে রাশেদ (২৩) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার নলমূড়ি ইউনিয়নের চরভূইয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 
মৃত রাশেদ ওই এলাকার মৃত আবদুর রশিদ মৃধার ছেলে। রাশেদ পেশায় ভ্যান চালক ছিলেন।
 
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজের ঘরের আড়ার সঙ্গে রসি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঝুলন্ত অবস্থায় ছিল রাশেদের লাশ। পরে তার মা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
 
গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বাংলা এডিশন কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
banner close
banner close