শনিবার

২৬ এপ্রিল, ২০২৫
১২ বৈশাখ, ১৪৩২
২৮ শাওয়াল, ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫ ১৮:৩৬

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ছবি: সংগৃহীত

ব্রাব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইটনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ-এর গুলিতে মো. আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আসাদুল ইটনা গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার সময় আসাদুল নদী পার হচ্ছিলেন। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। যার একটি গুলি তার শরীরে লাগে।

এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’

banner close
banner close