
সাভারে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সম্পর্কিত হয়রানি ও ভোগান্তি লাঘবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
এ সময় রেজিস্ট্রার জেনারেল মো. জাহিদ হোসেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার, সাবেক তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিবগণ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার জনগন উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় অভিযোগ করে বক্তারা জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন ৫ দিনের মধ্যে প্রাপ্তির কথা বলা হলেও সে সনদ পেতে ১ মাস এবং এর চেয়েও বেশী সময় লাগে এবং অনেক ক্ষেত্রেই নামের বানানসহ বিভিন্ন ভুল ক্রটি লক্ষ্য করা যায়, যা ভোগান্তি বাড়িয়ে তোলে।
এ সময় বিষয়গুলোতে বিশেষ দৃষ্টি দেয়া হবে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘আগামীতে জনভোগান্তি লাঘবে আরো গুরুত্ব সহকারে জন্ম ও মৃত্যু সনদ প্রাপ্তি নিশ্চিত করা হবে।’
আরও পড়ুন: