
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বিকেল ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭ টা পর্যন্ত জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির চ্যাংখালী এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজিবির ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এবং তার নেতৃত্বাধীন ১২ জন স্টাফ অফিসার।
অপরদিকে বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও তার নেতৃত্বাধীন ১২ জন স্টাফ অফিসার।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে অনুষ্ঠিত এই বৈঠিকে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সীমান্ত হত্যাকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনা শেষে উভয় বাহিনীর কমান্ডাররা মেইন পিলার ৬৪, ৬৪/১-এস, ৬৪/২-এস এবং ৬৪/৩-এস সহ মোট ১৮টি সীমান্ত পিলার পরিদর্শন করেন। একইসাথে, তারা ওই পিলারসমূহের মধ্যবর্তী প্রায় দীর্ঘ আড়াই কিলোমিটার জিরো লাইন ধরে হেঁটে পর্যবেক্ষণ করেন।
সবশেষে সীমান্ত এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে অঙ্গীকার ব্যাক্ত করেন।
আরও পড়ুন: