রবিবার

২৭ এপ্রিল, ২০২৫
১৪ বৈশাখ, ১৪৩২
২৯ শাওয়াল, ১৪৪৬

উখিয়ার আলোচিত ত্রিপল মার্ডার : র‍্যাবের হাতে আটক তিন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১৯:৫১

শেয়ার

উখিয়ার আলোচিত ত্রিপল মার্ডার : র‍্যাবের হাতে আটক তিন
র‍্যাবের হাতে আটক তিন।

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর মার্ডার মামলার প্রধান আসামীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে  উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা হতে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, নিহত মান্নানগং’র হত্যা মামলার প্রধান আসামী আবুল ফজল বাবুল (৩৭), ২নং আসামী মাহমুদুল হক ( ৩০) ও ০৬নং আসামী মোঃ রায়হান (১৯)

র‍্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পৃথক মামলা রুজু হয়। সেই মামলায় নিহত মান্নান, রওশন আরা, শাহীনা আক্তার তারা ৩ জন নিহতের ঘটনায় তার পরিবার গত ৭ এপ্রিল উখিয়ায় থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ৩ আসামীদের আজ গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রবিবার উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় ২০ শতক জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে আরো এক নারী মৃত্যুবরণ করেছিলেন।

এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮), সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়েত ইসলামীর আমির। এই ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা রুজু হয়।

banner close
banner close