সোমবার

২৮ এপ্রিল, ২০২৫
১৪ বৈশাখ, ১৪৩২
৩০ শাওয়াল, ১৪৪৬

হরিরামপুরে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির দায়ে মামলা, ডিলারকে আদালতে সোপর্দ 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ১৫:১৫

শেয়ার

হরিরামপুরে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির দায়ে মামলা, ডিলারকে আদালতে সোপর্দ 
ডিলারকে আদালতে সোপর্দ ।

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে খোলা বাজারে  টিসিবির পণ্য বিক্রির দায়ে মো. আনোয়ার হোসেন মন্ডল ওরফে আয়নাল মন্ডল (৬৫) এর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানা যায়।

এর আগে শনিবার  দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা বাজার থেকে তাকে আটক করে থানা পুলিশ। সে উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা এলাকার কছিমদ্দিনের ছেলে।

আনোয়ার হোসেন উপজেলার গোপীনাথপুর ও কাঞ্চনপুর ইউনিয়নের  নিয়োগপ্রাপ্ত টিসিবির ডিলার।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাস্তা বাজারের মুদি দোকানদার জগদীশ গুহের কাছে অবৈধভাবে টিসিবির পণ্যের ৩০ কেজির এক বস্তা চাল ১২ শ টাকায় বিক্রি করেন ডিলার আনোয়ার হোসেন। বিষয়টি এলাকাবাসীর নজরে পরলে আনোয়ার হোসেনের গোডাউন মা ট্রেডার্সে তালা লাগিয়ে জনতা। পরে ৯৯৯ এ ফোন দিলে দুপুরে ঘটনাস্থলে আসে থানা পুলিশ। পুলিশ মা ট্রেডার্সের গোডাউন তল্লাসি করে ৩০ কেজির চার বস্তা চাল, ২ লিটারের ৮টি সোয়াবিন তেলের বোতল, ১৫ কেজি চিনি ও ৪ কেজি মসুর ডাল জব্দসহ ডিলার আনোয়ার হোসেনকে আটক করে।

হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান জানান, অবৈধভাবে টিসিবির মালামাল মজুত করার অপরাধে ১৯৭৪ সালের বিশেষক্ষমতা আইনে নিয়মিত মামলা হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

banner close
banner close