সোমবার

২৮ এপ্রিল, ২০২৫
১৪ বৈশাখ, ১৪৩২
৩০ শাওয়াল, ১৪৪৬

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ১৫:৪০

শেয়ার

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
শিশু ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে আসামিদের হাজির করে পুলিশ। ছবি বাংলা এডিশন

মাগুরায় বহুল আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে আসামিদের সশরীর উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ হয়েছে। রোববার (২৭ এপ্রিল) মাগুরা আদালতে মামলার বাদীসহ সাক্ষ্য দিয়েছেন তিনজন। এ মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

সকালে হিটু শেখসহ তার পরিবারের অন্য তিন আসামিকে আদালতে আনা হয়। সকাল ১০টার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আনা হয়। সেখানে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুলসহ আইনজীবীরা।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুল ইসলাম মুকুল বলেন, আসামিদের পক্ষে জেলা লিগ্যাল এইড কর্তৃক মনোনীত আইনজীবী সাক্ষীদের জেরা করেন। এ মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য প্রতি কর্ম দিবসেই সাক্ষ্যগ্রহণ করা হবে তিনি।

তিনি আরও বলেন, তিনজন সাক্ষীদের মধ্যে মামলার বাদী আছিয়ার মা আয়েশা আক্তার সাক্ষ্য দেন, পরবর্তীতে প্রতিবেশী জুলি ও ভ্যানচালক রুবেলও তাদের সাক্ষ্য প্রদান করেন। এ মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। প্রত্যেক কার্যদিবসেও সাক্ষ্যগ্রহণ করা হবে।

গত ১ মার্চ শনিবার মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। ৫ মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়। এ ঘটনায় ৮ মার্চ নিহত আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি নিয়ে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয় ।

 

banner close
banner close