
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়কে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা চালানোর সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনজন পালিয়ে যান। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে চারটার দিকে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ধলিহার খাঁ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন এমদাদুল হক (৪৯) ও আজিজার রহমান (৩৮)। তাঁদের মধ্যে এমদাদুল হক জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং আজিজার রহমান একই উপজেলার চাকলমা নিমেরপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। এমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক তিনজন হলেন জয়পুরহাটের কালাই উপজেলার জগডুম্বর গ্রামের হেলাল উদ্দিন (২৮), ক্ষেতলাল উপজেলার বড়তাড়া কুঠিপাড়া এলাকার আবদুস সাত্তার (৪৪) এবং বগুড়ার শেরপুর উপজেলার মো. শফিক (৫২)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পিকআপ ভ্যান নিয়ে ডুগডুগি বাজার এলাকায় টহলে যায়। রাত সাড়ে তিনটার দিকে টহল শেষে থানায় ফেরার পথে ধলিহার খাঁ পুকুর এলাকায় পৌঁছালে পাঁচজন দেশি অস্ত্রসহ রাস্তার ওপর অবস্থান নেন। পুলিশ তাঁদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যান এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি হাঁসুয়া, একটি বড় রশি ও সাতটি লাঠি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, পুলিশের গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডাকাতির চেষ্টা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, সড়কে ডাকাতির প্রস্তুতির সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ সকালে তাঁদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: