
ছবি : বাংলা এডিশন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। এই সড়কটি চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও এর সংকীর্ণতা, বিপজ্জনক বাঁক এবং অবৈধ যানবাহনের দাপটে প্রতিদিনই ঘটছে মারাত্মক দুর্ঘটনা।
রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. জাহেদ (২৯) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত মো.জাহেদ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকায় মনছুর ছেলে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের রশিদনগর ইউনিয়নের পানিরছড়া ছড়া এইচ ডি মডেল হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সকালে একটি সিএনজির বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক মো.জাহেদ মৃত্যু হয় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় সিএনজি চালকের মরদেহ উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: