সোমবার

২৮ এপ্রিল, ২০২৫
১৫ বৈশাখ, ১৪৩২
১ জিলক্বদ, ১৪৪৬

ডোমার উপজেলা আ.লীগ সাবেক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিনিধি,নীলফামারী

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫ ১৫:৪১

শেয়ার

ডোমার উপজেলা আ.লীগ সাবেক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি : বাংলা এডিশন

নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বটতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   তিনি এজাহার নামীয় আসামী।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মর্তিা (ওসি) আরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বাংলা এডিশন কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বটতলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  তাঁর বিরুদ্ধে ২০ (১০)-২০২৪ বিরুদ্ধে ভাংচুর ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত তোফায়েল আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্ততি চলছে বলে জানান তিনি।  

banner close
banner close