
ছবি : বাংলা এডিশন
কক্সবাজার সদর উপজেলা ভুমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালান। এর আগে ভূমি অফিসের কাননগো, অফিস সহকারী সহ কর্মচারীরা সটকে পড়েন।
ভূমি অফিসে উপস্থিত লোকজনের পরিপ্রেক্ষিতে দুদক এক অভিযান চালায়। এসময় একটি ফাইল জব্দ ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানার সাথে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আলোচনা করেন দুদক টীম।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এবং বেশ কয়েকজন লোকজনের সাথে কথা বলে অনিয়মের অভিযোগ শুনেছি। তবে তাৎক্ষণিক এসব অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। জব্দকৃত নথি যাচাই বাছাই করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সাথে বাংলা এডিশন যোগাযোগ করলে তিনি বলেন, ভূমি অফিসে কোন অভিযান হয়নি। একটি সংবাদের ভিত্তিতে দুদক এসেছিল তথ্যের প্রয়োজনে। তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি সত্য নয় বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: