মঙ্গলবার

২৯ এপ্রিল, ২০২৫
১৫ বৈশাখ, ১৪৩২
১ জিলক্বদ, ১৪৪৬

হরিরামপুরে ইয়াবাসহ ৪জনকে আটক করে ডিবি পুলিশ

প্রতিনিধি,হরিরামপুর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫ ২২:১০

শেয়ার

হরিরামপুরে ইয়াবাসহ ৪জনকে আটক করে ডিবি পুলিশ
ছবি : বাংলা এডিশন

মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার দিবাগত রাত দুইটার দিকে হরিরামপুর - ঝিটকা -  মানিকগঞ্জ  আঞ্চলিক সড়কের চালা ইউনিয়নের সাকুচিয়া থেকে ৯০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন,  কুন্দুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহবুব আলম শুভ (৩৫),  চালা ইউনিয়নের বলর্দী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রাজিব (২৮), চালা গ্রামের সাদেক খন্দকারের ছেলে খন্দকার রফিকুল ইসলাম দরবেশ ওরফ রফিক দরবেশ (৫৬) ও ইজদিয়া গ্রামের আদমউদ্দিনের ছেলে মো. হারুন (৩৫)। আটককৃতদের মধ্যে মো. হারুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জানান, আটক হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। আর দলের কেউ বিতর্কিত কোন কাজ করে থাকলে তাকে ছাড় নয়। দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান বাংলা এডিশন কে বলেন,  হরিরামপুরের সাকুচিয়া থেকে ডিবি পুলিশ গতকাল রাতে চারজনকে মাদকদ্রব্যসহ আটক করেছে।  ওই ঘটনায় দুপুরে মামলা রুজু হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

banner close
banner close