
মাদারীপুরের রাজৈরে বজ্রপাতে কাজল বাড়ৈ(২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল বাড়ৈ উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা জ্ঞান বাড়ৈর ছেলে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়,
উপজেলার বাজিতপুর গ্রামে কাজল বাড়ৈ তার বাড়ির পাশে নিজেদের জমির ধান কাটতেপরে ছিল এস সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত হয় তার নিকটে। বজ্র পাতের আগুন তার শরীরে এসে পড়ে। সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। আহত স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতর চাচা শংকর বাড়ৈ জানান,আমার ভাইয়ের ছেলে কাজল তার নিজ জমিতে কাজ করতেছিল এ সময় বিকট শব্দ হলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে ডাক্তার থাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নেই।
রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় ঘোষ জানান, ঘটনাটি আমরা হাসপাতালের মাধ্যমে জেনেছি।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: