মঙ্গলবার

২৯ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
১ জিলক্বদ, ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫ ০৮:২৪

শেয়ার

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ঠাকুরগাঁও জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক সত্যপীর ব্রীজ বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সদর থানার ওসি সারোয়ার আলম খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে জব্দ করে।’

এ বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন সারোয়ার আলম খান।

banner close
banner close