মঙ্গলবার

২৯ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
২ জিলক্বদ, ১৪৪৬

কক্সবাজারে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫ ১৩:১৭

শেয়ার

কক্সবাজারে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ১
মাদক ব্যবসায়ী নুরুল আজিম।

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল আজিমকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাতে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত নুরুল আজিম কক্সবাজারের খুরুস্কুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিনের ছোট ভাই।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুরুল আজিমের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর শুক্কুর ওরফে পান বিয়ারি শুক্কুরের ছেলে। 

এলাকায় দীর্ঘদিন ধরে নুরুল আজিম ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত এবং স্থানীয়দের কাছে একপ্রকার ত্রাস হিসেবেই পরিচিত ছিলেন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজ।

তবে নুরুল আমিন জানিয়েছেন, তার ভাইয়ের সাথে কোন সম্পর্ক নেই।

banner close
banner close