
শরীয়তপুর সদর হাসপাতালের চৈতালী নামে একটি কোয়ার্টারের ছাদে গাঁজা চাষের সন্ধান পাওয়া গেছে। এঘটনায় সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানাগেছে,শরীয়তপুর সদর হাসপাতালের বাউন্ডারির ভেতর বেশ কয়েকটি কোয়ার্টার রয়েছে। চৈতালী নামের একটি কোয়ার্টারে বসবাস করে হাসপাতালের ডোম সহকারী বিজয়। ওই কোয়ার্টারের ছাদে টবের মধ্যে গাঁজা চাষ হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত হতে হাসপাতালের এক চিকিৎসককে সাথে নিয়ে ওই কোয়ার্টারে যায় সাংবাদকর্মীরা। বিষয়টি টের পেয়ে কোয়ার্টারের বাসিন্দা বিজয় দ্রুত ছাদে উঠে গাঁজা গাছ উঠিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। টব থেকে গাঁজা গাছ উঠিয়ে ফেলে দেওয়ার সেই দৃশ্য ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়।
এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের ডোম সহকারী বিজয় গাঁজা সেবনের কথা স্বীকার করে বলেন,আমি তো খাই কিভাবে বীজ পড়ে গাছ হয়েছে আমি জানিনা, আমি ভুল করেছি। আর কখনো এ কাজ করবো না।
এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান বলেন আমি তাকে এক মাস সময় দিয়েছি। সে অপরাধী প্রমানিত। যদি এক মাসে না শোধরায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: