
ছবি : বাংলা এডিশন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চৌহালী সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের অর্থ থেকে দুই যুবদল নেতাকে অনুদান প্রদান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি গত সোমবার প্রকাশ্যে আসে, যা স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৫০৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থের মধ্যে থেকে উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবীবকে ১৪ হাজার ৬০০ টাকা এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাপলাকে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। একই সঙ্গে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ২ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠি পাওয়া গেছে, যাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এবং প্রভাষক বেবী খাতুনের স্বাক্ষর ও অফিসিয়াল সিল রয়েছে। চিঠিতে “এইচএসসি ফরম ফিলাপ ২০২৫ হতে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের অনুদান প্রদান” বিষয়ক সিদ্ধান্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে এবং সেই অর্থের একটি অংশ রাজনৈতিক ব্যক্তিদের অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে চাঞ্চল্য দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে যুবদল সভাপতি আরমান হোসেন হাবীব বলেন, "আমি মাত্র দুজন শিক্ষার্থীর ফরম পূরণে সহায়তা করতে কলেজে গিয়েছিলাম। কোনো টাকা নিইনি। বরং অধ্যক্ষ নিজেই কিছু অর্থ কম নিয়েছিলেন। এটি একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার।"
এদিকে সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাপলা দাবি করেন, "আমি ওই কলেজে যাই না। আমাদের কলেজ শাখার ছাত্রদল নেতাকর্মীরা এসব কাজ দেখভাল করে। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, "প্রতিষ্ঠানের কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, যা বাইরে প্রকাশের কথা নয়। যেহেতু আমার স্বাক্ষরিত কাগজ বাইরে এসেছে, বিষয়টি আমি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।"
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, "এ ধরনের কোনো অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি। অভিযোগ পেলে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এ বিষয়ে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: