বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
,

জাজিরায় এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

প্রতিনিধি,শরীয়তপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫ ২০:২৪

শেয়ার

জাজিরায় এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
ছবি : বাংলা এডিশন
শরীয়তপুরের জাজিরা উপজেলায় এলজিইডির একটি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার  দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর-শরীয়তপুর জেলার সমন্বিত টিম।
 
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের শিকদার মার্কেট থেকে আবেদ আলী মুন্সী কান্দি পর্যন্ত ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ৭ মিটার দৈঘ্যের ও ৩ মিটার প্রস্ত সড়কটির সংস্কার কাজের অনুমোদন করা হয়।
কাজটি সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান জুবায়ের এন্ড সন্স। পরে সড়কটির সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপুর নেতৃত্বে একটি দল এ 
অভিযান পরিচালনা করা হয়৷ এতে ২ থেকে ৩ জায়গায় মাটির কাজের অনিয়ম পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজ আগামী ৫ কার্যদিবসের মধ্যে সঠিকভাবে সম্পন্ন করে দুদককে অভহিত করতে বলা হয়। এসময় দুদক ও এলজিইডি শরীয়তপুরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু বাংলা এডিশন কে বলেন,জাজিরার এলজিইডির একটি সড়কের মাটির কাজে ২ থেকে ৩ জায়গায় অনিয়ম পেয়েছি। সেগুলো আগামী ৫ কার্য দিবসের মধ্যে সঠিকভাবে সম্পন্ন করে আমাদের (দুদক)কে অভহিত করতে বলা হয়েছে। এছাড়াও কাজের মান মোটামুটি সন্তোষজনক হয়েছে জানান এলাকাবাসী।
 
 
banner close
banner close