বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
,

কুষ্টিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

প্রতিনিধি,কুষ্টিয়া

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫ ২০:৩২

শেয়ার

কুষ্টিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান
ছবি : বাংলা এডিশন
কুষ্টিয়ার দৌলতপুরে রিফাইতপুর-আল্লাহরদর্গা আঞ্চলিক সড়কটি সংস্কারে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করে প্রকল্পে অনিয়মের অভিযোগ গুলো খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
মঙ্গলবার  দুপুরের দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দৌলতপুর উপজেলা অফিসে দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কটির সংস্কার কাজের নথিপত্র সংগ্রহ করে সরেজমিনে সড়কটি পরিদর্শন করে দুদকের প্রতিনিধিদল। ল্যাবরেটরিতে পরিক্ষার জন্য ইট সহ ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করেছেন তারা৷ কুষ্টিয়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। 
 
দুদক কুষ্টিয়া সমন্বিত কার্যালয় সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুরে ঘূর্ণিঝড়, আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। রিফাইতপুর থেকে আল্লাহরদর্গা পর্যন্ত ৩ হাজার ৭৫০ মিটার সড়ক সংস্কার  
কাজটি পায় সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ২৪ অক্টোবর শেষ করার কথা থাকলেও বিভিন্ন কারণ দেখিয়ে এক দফা মেয়াদ বাড়িয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ সংস্কার কাজ চলমান রয়েছে। 
 
সড়ক সংস্কার কাজে অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একটি দল অভিযান পরিচালনা করেছে। এসময় তারা ইট খোয়া সহ  সংস্কার কাজে ব্যবহৃত সামগ্রী পরিক্ষার জন্য সংগ্রহ করেন। 
 
বিষয়টি নিশ্চিত করে দুদকের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়াও নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে সড়ক সংস্কার করা হচ্ছে। এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা পরীক্ষার করার জন্য নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেছি। আমরা কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বাংলা এডিশন কে বলেন, ঘূর্ণিঝড়, আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি সংস্কার কাজ চলমান রয়েছে। সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান চালিয়েছে। এছাড়া নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেছে দুদক।  সংস্কার কাজে অনিয়ম দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। 
 
banner close
banner close