বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
,

ইমাম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে আলেম সমাজের বিক্ষোভ মানববন্ধন

প্রতিনিধি,নীলফামারী

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫ ২১:৪৪

শেয়ার

ইমাম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে আলেম সমাজের বিক্ষোভ মানববন্ধন
ছবি : বাংলা এডিশন

ঢাকা গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমেদ্বীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে শুরু হওয়া ওই কর্মসূচীতে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম, পীর মাশায়েকসহ সুন্নী ও সাধারণ মুসলিমরা অংশগ্রহণ করেন। সৈয়দপুরে সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে ঘন্টাব্যাপি চলে ওই শান্তিপূর্ণ মানববন্ধন।

পীরজাদা মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মাওলানা শাহজাদা আশরাফীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জব্বার রিজভী, মাওলানা সৈয়দ রাহাতুল আশেকিন, মাওলানা মোরশেদুল ইসলাম নূরী রেজভী, মাওলানা মমিনুল ইসলাম রেজভী, মাওলানা হাফেজ রেজওয়ান কাদেরী, মুফতি হামিদ জামাল আশরাফী, সৈয়দ মমতাজ রাসুল কাদেরী এবং হাফেজ আব্দুল ওয়াহিদ আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ পাপ্পু বাখশি, নাদিম আশরাফী, মারগুব আশরাফী, মুফতি রাসেল বারকাতিসহ আহলে সুন্নাতের অনুসারীরা মানববন্ধনে বক্তারা বলেন, মতের অমিল থাকায় একজন ইমামকে এরুপ পাষবিক নির্যাতনে মেরে ফেলা মেনে নেওয়া যায় না। নতুনভাবে স্বাধীন দেশে এখনো বৈষম্য রয়েই গেছে। আর এই বৈষম্য করছে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোষররা।

পরে দ্রুত বিচার না হলে আগামী শুক্রবার বাদ নামাজে জুমা বিক্ষোভ সমাবেশসহ লাগাতার কর্মসূচী দেওয়া হবে বলে জানান বক্তারা।

banner close
banner close