বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
,

ধামরাইয়ে চালক-হেলপারকে মারধছুরিকাঘাত করে মহাসড়ক থেকে তেলভর্তি ট্রাক লুট

প্রতিনিধি, ধামরাই

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫ ২২:৩৩

শেয়ার

ধামরাইয়ে চালক-হেলপারকে মারধছুরিকাঘাত করে মহাসড়ক থেকে তেলভর্তি ট্রাক লুট
ছবি : বাংলা এডিশন

ঢাকার ধামরাইয়ে চালক ও হেলপারকে ছুরিকাঘাত করে ১৪.৫ টন পামওয়েলসহ একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৬২২) লুট করেছে দূর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার রাত দেড়টার দিকে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এই লুটের ঘটনা ঘটে। 

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহতরা হলেন, ট্রাকটির চালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) এবং ট্রাকটির চালকের সহকারী মাসুম (৫০)।

এঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন লুট হওয়া ট্রাকের চালক শ্যামল কুমার বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির  বলেন, আমরা অভিযোগ আমরা পেয়েছি, ইতোমধ্যে মামলাও হয়েছে। পুলিশের পক্ষ থেকে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, যতদুর জানতে পেরেছি ট্রাকটির গতিরোধ করে দূর্বৃত্তরা চালক ও হেলপারকে মারধর করে বেধে রেখে ট্রাকটি নিয়ে যায়। ৩/৪ জন ছিল। তবে ছুরিকাঘাতের বিষয় আমার জানা নেই। ধারণা করছি আন্তঃজেলা অপরাধী কোন একটি চক্র ঘটনাটি ঘটিয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে ট্রাকের চালক শ্যামল জানান, গতকাল সোমবার  বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কামাল ওয়েল মিলস লিমিটেড কোম্পানি থেকে ১৪.৫ টন (৭৫ ড্রাম) পাম ওয়েল ট্রাকে লোড করে পাবনায় ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

রাত দেড়টা নাগাদ ট্রাকটি ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পৌছালে ৪ জন দুর্বৃত্ত, একটি পিকআপে পিছন থেকে এসে ট্রাকটিকে ওভারটেক করে সামনে এসে ব্যারিকেড দেয়। পরে ট্রাকের চালক শ্যামল ট্রাক থামালে দূর্বৃত্তরা ট্রাকের চালক শ্যামল ও হেলপার মাসুমকে ট্রাক থেকে নামিয়ে এলোপাথাড়ি মারধর করার পাশাপাশি ছুরিকাঘাত করে কাপড় ও রশি দিয়ে উভয়ের হাত, পা ও মুখ বেধে ফেলে। 

পরবর্তীতে দুর্বৃত্তদের একজন ট্রাকটি চালিয়ে চলে যায় এবং বাকি ৩ জন ট্রাকের চালক ও হেলপারকে তাদের সাথে আনা পিকআপে তুলে নিয়ে মারধর করতে করতে বিভিন্ন স্থানে ঘোরানোর পর রাত আড়াইটার দিকে ধামরাইয়ের জয়পুরা এলাকায় একটি গাছের সাথে বেধে রেখে চলে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় নিজেদের মুক্ত করে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এর সহযোগিতা চাইলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে।

অভিযোগপত্রে ট্রাকটির চালক আরও জানান, লুটকৃত পাম ওয়েলের মূল্য আনুমানিক ২১ লক্ষ টাকা এবং ট্রাকটির মুল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা। ট্রাকটির মালিক পাবনা জেলার মায়া কোম্পানি উল্লেখ করে ট্রাকটির মাধ্যমে চালক কমিশন ভিত্তিক পণ্য সরবরাহ কাজে নিয়োজিত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুর্বৃত্তদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

banner close
banner close