বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

মুন্সীগঞ্জের গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে কেঁপে উঠলো গ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ১৩:২৮

শেয়ার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে কেঁপে উঠলো গ্রাম
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় বিস্ফোরণের আওয়াজে ওই গ্রামের বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

সরেজমিনে বুধবার সকালে আড়ালিয়া গ্রামে গিয়ে দেখা যায়, মর্টার শেলের বিস্ফোরণের শব্দে ক্ষতবিক্ষত হয়েছে বাড়িঘর। ওই গ্রামের টিভি-ফ্রিজসহ বৈদ্যুতিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে কাজ শুরু করেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। রাত ৮টার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

তবে বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যাতে আড়ালিয়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্থদের সহয়তার ব্যাপারে বুধবার বিকেল ৩টার দিকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে জরুরি সভা হবে। সভায় বসে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, সোমবার সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল পাওয়া যায়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরবর্তীতে পুলিশ জানায় এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। পরে সেটিকে নিষ্ক্রিয় করার সময় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন ওই গ্রামের লোকজন।

banner close
banner close