বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

হরিরামপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ১৬:৪১

শেয়ার

হরিরামপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দুইজনকে ১ লাখ টাকা জরিমানা
কোলাজ: বাংলা এডিশন

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটা ও বিক্রির অপরাধে অভিযান চালিয়ে দুই মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলার গালা ইউনিয়নের বিজয়নগর দশবাড়িয়া স্থানে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী হারুন মোল্লাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। সে ওই ইউনিয়নেরই দশবাড়িয়া গ্রামের আসালত মোল্লার ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।

অপর আরও একটি অভিযোগের প্রেক্ষিতে ভাতশালার বিলেও অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে ভেকু বা কোনো লোকজন পাওয়া যায়নি। এ ঘটনায় জমির মালিককে সতর্ক করা হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে নিয়মিত মামলা করার প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এর আগে গত সোমবার আইলকুন্ডি এলাকার গঙ্গারামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ইউনুস বিশ্বাসকে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান, ‘অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও বিক্রি রোধে অভিযান অব্যাহত থাকবে।’

banner close
banner close