শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার বাড়লো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪ ০২:২৩

শেয়ার

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার বাড়লো
প্রতীকী ছবি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা’র অংশ হিসেবে নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়।

এ ছাড়া ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করার লক্ষ্যে নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) ক্ষেত্রে বিদ্যমান সুদহার ১০ শতাংশ থেকে ৫০ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ১০ দশমিক ৫০ শতাংশে এবং নিচের সীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ শতাংশ থেকে ৫০ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৫০ শতাংশে নির্ধারণ করা হয়েছে।
 
এ সিদ্ধান্ত আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। এই সিদ্ধান্তের ফলে তারল্য সংকটে পড়া কোনো বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার করবে, তার বিপরীতে আগের চেয়ে বেশি সুদ গুনতে হবে। অর্থাৎ সংকোচনমূলক মুদ্রা সরবরাহে আরও চাপ বাড়াল বাংলাদেশ ব্যাংক।
 
আর রিভার্স রেপোর মাধ্যমে ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখলে তারা আগের চেয়ে বেশি সুদ পারে। কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নিলেও আগের চেয়ে বেশি সুদ দিতে হবে।