.jpg)
চৌধুরী নাফিজ সরাফাত। ছবি: সংগৃহীত
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও তার স্ত্রী ও পুত্র-কন্যাদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।
ব্যাংকিংয়ের পাশাপাশি চৌধুরী নাফিজ সরাফাত মোবাইল টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমসহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবেও তাকে বিবেচনা করা হয়।
আরও পড়ুন: