বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

দাম বাড়লো এলপি গ্যাসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৪৩

শেয়ার

দাম বাড়লো এলপি গ্যাসের
প্রতীকী ছবি।

সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৭৭ টাকা থেকে ৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ৪২১ টাকা করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সোমবার নতুন এ দাম ঘোষণা করে। সোমবার সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর হবে।

এর আগে আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে এক হাজার ৩৭৭ টাকা করা হয়।

জুলাই ১২ কেজির সিলিন্ডারে তিন টাকা বাড়িয়ে করা হয়েছিলো এক হাজার ৩৬৬ টাকা।

২০২১ সালের ১২ এপ্রিল থেকে সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

যদিও বিইআরসির নির্ধারিত দামের থেকে অতিরিক্ত মূল্যে এলপিজি কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ।   

banner close
banner close