শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

অক্টোবর বা নভেম্বরে বাজেট সংশোধন: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২১

শেয়ার


অক্টোবর বা নভেম্বরে বাজেট সংশোধন: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী সরকারের দেয়া ২০২৪-৪৫ অর্থবছরের বাজেট চলতি মাসে বা আগামী মাসে সংশোধন করা হতে পারে।

সোমবার সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। 

এ সময় বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলে জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, ‘সেই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচিও (এডিপি) সংশোধন করা হতে পারে। পরিকল্পনা উপদেষ্টা এডিপি সংশোধনের জন্য প্রয়োজনীয় সব কাজ করবেন। আমরা অহেতুক সব খরচ বন্ধ করে যুক্তিসঙ্গত করবো।’

শিগগিরই রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জিডিপির বাস্তব সংখ্যা কতো বা এর বৃদ্ধি পরিসংখ্যান জানার কাজ চলছে।’  

এ ছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে বলে আবারও স্পষ্ট করেছেন অর্থ উপদেষ্টা।