বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

৫, ১০ ও ২০ টাকার নোটে পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৩৭

শেয়ার

৫, ১০ ও ২০ টাকার নোটে পরিবর্তন আসছে
প্রতীকী ছবি।

বাজারে চলমান ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এটা দ্রুতই পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

সোমবার সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. সালেহ উদ্দিন বলেন, ‘দেশের মানুষকে মুদ্রা যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে।’

 তিনি আরও বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত বা এর বৃদ্ধি পরিসংখ্যান জানার কাজ চলছে। এ ছাড়া খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে।’

banner close
banner close