রবিবার

২৯ সেপ্টেম্বর, ২০২৪
১৪ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

বাংলাদেশের ওপর ভারতীয় সশস্ত্র বাহিনীর নজরদারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৪ ২২:০৩

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০৫

শেয়ার

বাংলাদেশের ওপর ভারতীয় সশস্ত্র বাহিনীর নজরদারি
ছবি:সংগৃহীত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা।

গত বৃহস্পতিবার রাজনাথ সিং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন।


দিল্লির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বাংলাদেশ। রাজনীতিবিদ থেকে শুরু করে সব মহলেই চলছে ক্ষোভ। যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে বিএনপি। 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ফিলিস্তিনের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মান্না বলেন রাজনাথ সিংয়ের বক্তব্য দুরভিসন্ধিমূলক।