বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

আজ থেকে গ্রাহকরা ইচ্ছে মতো টাকা উত্তোলন করতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৩৮

শেয়ার

আজ থেকে গ্রাহকরা ইচ্ছে মতো টাকা উত্তোলন করতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

ব্যাংক থেকে নগদ টাকা তোলার যে সীমা দেওয়া হয়েছিল, তা আজ রবিবার থেকে আর থাকছে না। ফলে এখন থেকে আগের মতোই চেকের মাধ্যমে যে কোনো পরিমাণ নগদ টাকা তোলার সুযোগ পাবেন গ্রাহকরা। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের এক বার্তায় এই সীমা প্রত্যাহারের কথা জানানো হয়।

গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৫ লাখ টাকা। এর আগের সপ্তাহগুলোতেও এক লাখ টাকা করে সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে প্রতি সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সীমা ১লাখ টাকা করে বাড়ানো হয়।

banner close
banner close