.jpg)
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
রোববার দুপুরে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউটের পরিচালনা পর্ষদের সভা শেষে এ তথ্য জানান তিনি।
২০১৩ সালে কর্ম পরিবেশ উন্নয়নের শর্ত দিয়ে বাণিজ্যিক সুবিধা বাতিল করে ওয়াশিংটন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রফতানি আয় বৃদ্ধি পেয়েছে। গেল অর্থবছরে রপ্তানি আয় এর আগের বছরের চেয়ে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
এ সময় আগামী বছরের জানুয়ারিতে বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: