পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে হামলা-ভাঙচুর অব্যাহত থাকলে ওই কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, রোববার আশুলিয়ায় শ্রম অসন্তোষ দেখা দিলে, শ্রম আইন অনুযায়ী বন্ধ ঘোষণা করা হবে।
শনিবার উত্তরা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এমন ঘোষণা দেন তিনি।
খন্দকার বলেন, ‘‘রোববার কারখানায় হামলা হলে অথবা শ্রমিকরা কাজে যোগ না দিলে আশুলিয়ার মালিকেরা কারখানা বন্ধ করে দেবেন।’’
আওয়ামী লীগ সরকার পতনের পর পোশাক শ্রমিকরা নানা দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
পোশাক শ্রমিকদের দাবিগুলো সুনির্দিষ্ট নয়। একেক কারখানায় একেক ধরনের দাবি উঠছে। সরকারের তরফে শুরুতে ষড়যন্ত্রের কথা বলা হয়। গত মঙ্গলবার গাজীপুরে বিগ বস নামে একটি বড় কারখানায় আগুন দেওয়া হয়।
সরকারের তরফ থেকে আশ্বাস দেয়া হলেও শ্রমিকরা বিক্ষোভ করছেন। শনিবারও আশুলিয়ায় ৩৬টি কারখানা বন্ধ থাকে, ১৩টিতে ছুটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: