শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

কোরিয়ান প্রকল্পগুলো সাবলীলভাবে চলবে: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪১

শেয়ার

কোরিয়ান প্রকল্পগুলো সাবলীলভাবে চলবে: রাষ্ট্রদূত
চট্টগ্রামে কেইপিজেড পরিদর্শনে গিয়ে কথা বলছেন পার্ক ইয়ং-সিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তনেও দক্ষিণ কোরিয়ার অর্থায়নে প্রকল্পগুলো সাবলীলভাবে চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির বাংলাদেশে থাকা রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।

শনিবার চট্টগ্রামের আনোয়ারায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) পরিদর্শনে গিয়ে তিনি এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দূতাবাস আশা করছে যে চলমান প্রকল্পগুলো সাবলীলভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বড় রকমের অবদান রাখবে।

এ সময় বিদেশিদের জন্য ব্যবসা সহায়ক ও স্থিতিশীল পরিবেশ তৈরিকে অগ্রাধিকার দিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন পার্ক ইয়ং-সিক।

বাংলাদেশের জন্য সহযোগিতা কার্যক্রম এগিয়ে নিতে দক্ষিণ কোরিয়া প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা এগিয়ে নেয়ার প্রতীক্ষায় আছে কোরিয়ান দূতাবাস।

ঢাকায় কোরীয় দূতাবাসের সহযোগিতায় কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের জন্য শনিবার ওই পরিদর্শনের আয়োজন করে কেইপিজেড।

পরিদর্শনে জুতা, পোশাকসহ বিভিন্ন উৎপাদন কারখানার পাশাপাশি শ্রমিকদের জন্য আধুনিক ক্যান্টিন, হাসপাতাল এবং তাদের সন্তানদের জন্য গড়া চাইল্ড কেয়ার সেন্টারসহ বিভিন্ন স্থানের কার্যক্রম দেখানো হয়।