শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের পুঁজিবাজারের বৃহত্তম স্টক গ্রামীণফোন বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
এতে দেশের বৃহত্তম টেলিকম অপারেটরের শেয়ারদর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ফলে কোম্পানিটির বাজার মূলধন প্রায় ১৪ হাজার কোটি টাকা বেড়েছে।
৪ আগস্ট গ্রামীণফোনের শেয়ারের মূল্য ছিল ২৪৭.২০ টাকা এবং এর বাজার মূলধন ছিল ৩৩,৩৭৯ কোটি টাকা।
হাসিনা সরকারের পতনের পর কোম্পানিটির শেয়ারের দাম ৫৩ শতাংশের বেশি বেড়ে ৩৭৯.২০ টাকায় পৌঁছেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ১৪ আগস্টের পর গ্রামীণফোনের শেয়ারদর বৃদ্ধির গতি কমে যায়, কারণ বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার চাপের কারণে এর শেয়ারদর সংশোধন করা হয়েছিল।
রোববার (২৯ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪৯.৩০ টাকা। আর এর মার্কেট ক্যাপ ৪ আগস্টের অবস্থান থেকে ১৩ হাজার ৭৮৭ কোটি টাকা বেড়েছে।
রোববার ট্রেডিং সেশন শেষে গ্রামীণফোনের বাজার মূলধন ৪৭ হাজার ১৬৬ কোটি টাকায় পৌঁছেছে, যা ঢাকার বাজারের মোট বাজার মূলধনের ১২.১ শতাংশ।
আরও পড়ুন: