শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ডোম ইনোর বিরুদ্ধে ফ্লাট ও জমি মালিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪ ১৯:১০

শেয়ার

ডোম ইনোর বিরুদ্ধে ফ্লাট ও জমি মালিকদের মানববন্ধন
ছবিঃবাংলা এডিশন

বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ‘ডোম ইনো’র বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমি ও ফ্লাট মালিকেরা। আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভুক্তভোগী জমি মালিক ও ফ্লাট মালিকেরা মানববন্ধন করেন। সেসময় 'ডোম ইনো' প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী জমির মালিকেরা বলেন, নিজের জমিতে ভবন তৈরির জন্যে ডোম ইনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ করেছিলো তারা। কিন্তু বছরের পর বছর কাজ বন্ধ রাখা হয়েছে। জমি ফেরত পাচ্ছে না ভুক্তভোগী'রা। নির্ধারিত সময়ে ভবন হস্তান্তর করতে না পারলে প্রতি মাসে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এখন পর্যন্ত কোনো জমির মালিককেই অর্থ পরিশোধ করেনি ডোম ইনো।

ইতিপূর্বে জমির মালিকেরা কোম্পানির বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। ডোম ইনোর ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামের বিরুদ্ধে ১৩৬ টি মামলা আছে। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতার দাপটে কোনো সুষ্ঠু সমাধান পাইনি ভুক্তভোগী জমির মালিকগণ। আবার ফ্লাট মালিকদেকেও ফ্লাট বুঝিয়ে না দিয়ে প্রতারণা করছেন দীর্ঘ দিন।

মানববন্ধনে জমির মালিক ও ফ্লাট মালিকেরা ডোম ইনো সহ তাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের দাবি জানান।