শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

শেখ মুজিবের ছবি মুক্ত হচ্ছে টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ১২:৪৫

আপডেট: ৬ অক্টোবর, ২০২৪ ১২:৪৬

শেয়ার

শেখ মুজিবের ছবি মুক্ত হচ্ছে টাকা
টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি। ছবি: সংগৃহীত

২০, ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংককে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দিয়েছে সরকার। নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হলেও পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

গত রবিবার অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শরমিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ‌‘নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।’

বর্তমানে বাংলাদেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট প্রচলিত রয়েছে। ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সব কাগজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কিছু নোটের দুই পাশেই রাখা হয়েছে শেখ মুজিবের ছবি। এ ছাড়া ধাতব মুদ্রাতেও তার ছবি যুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন নোটের প্রস্তাবিত নকশায় শেখ হাসিনা সরকারের আমলে ছাপানো নোটের নকশা বদলে যাবে এবং এতে শেখ মুজিবের ছবি থাকবে না।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না। নতুন ডিজাইন চেয়েছে মানে শেখ মুজিবের ছবি থাকবে না।

শেখ মুজিবের ছবি-সম্বলিত নোট পরিবর্তন করা হবে কি না– সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে এমন প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন গভর্নর সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, যখন টাকশালে নোট বানা‌নোর প্রয়োজন হ‌বে তখন নোট ছাপা‌নো হবে।