শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ডিমের নতুন দাম নির্ধারণ: বুধবার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ২১:২২

শেয়ার

ডিমের নতুন দাম নির্ধারণ: বুধবার থেকে কার্যকর
ডিমের নতুন দাম নির্ধারণ। ছবি: সংগৃহীত

মুরগির ডিমের উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। যা বুধবার থেকে কার্যকর হবে।

মঙ্গলবার ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

নির্ধারিত মূল্যের ভিত্তিতে উৎপাদক পর্যায়ে প্রতি ডিমের দাম হবে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ১ পয়সা, এবং খুচরা পর্যায়ে বিক্রি হবে ১১ টাকা ৮৭ পয়সায়। সে হিসেবে, ভোক্তারা প্রতি ডজন ডিম কিনতে ব্যয় করবেন ১৪২ টাকা ৪৪ পয়সা।

ডিমের নতুন দাম বাস্তবায়ন করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করছে। তবে এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তেজগাঁওয়ের কিছু পাইকারি ব্যবসায়ী ডিম বিক্রি বন্ধ করে দিয়েছেন।

বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, কিছু পাইকারি বাজারে ডিমের বিক্রি বন্ধ বা সীমিত করা হয়েছে, ফলে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

রাজধানীর বিভিন্ন বাজারে এখনো ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর পাড়ামহল্লায় কিছু স্থানে ডিমের দাম ডজনপ্রতি ১৯০ টাকায় পৌঁছেছে।