বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সোনার ভরি ১ লাখ ৪০ হাজার, দেশের ইতিহাসে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ০৮:৫১

আপডেট: ২০ অক্টোবর, ২০২৪ ১০:৩১

শেয়ার

সোনার ভরি ১ লাখ ৪০ হাজার, দেশের ইতিহাসে সর্বোচ্চ
সোনার ভরি ১ লাখ ৪০ হাজার। ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে শনিবার, এ দাম বাড়ানো সিদ্ধান্ত হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস।

এর আগে ২৯ সেপ্টেম্বর সোনার দাম কিছুটা কমানো হয়। তার আগে ২৫ ও ২৬ সেপ্টেম্বর দুইদফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ২৬ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

দেশের বাজারে এটিই এতদিন সোনার সর্বোচ্চ দাম ছিলো। এখন দাম বাড়ানোয় সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।