রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বিজিএমইএর প্রশাসক হলেন আনোয়ার হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ২০:২৬

আপডেট: ২০ অক্টোবর, ২০২৪ ২০:২৮

শেয়ার

বিজিএমইএর প্রশাসক হলেন আনোয়ার হোসেন
মো. আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক এ নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মো. আবদুর রহিম খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২৪ আগস্ট বিজিএমই’র সভাপতি এস এম মান্নান কচি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নতুন বোর্ড গঠন করা হলেও বোর্ড গঠন প্রক্রিয়া সঠিক ছিল না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন নিয়োগ পাওয়া প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।