সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৪৯ কোটি টাকা।
বুধবার (২৩ অক্টোবর) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১৭ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ দশমিক ৫৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২৬২ দশমিক ৩৭ পয়েন্টে ও ১ হাজার ১৮২ দশমিক ৭৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৬ দশমিক ০৮ পয়েন্টে।
আরও পড়ুন: