শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

পলিথিন ব্যাগ বন্ধে কঠোর মনিটরিং করা হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ১৩:১৬

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৪ ১৩:২২

শেয়ার

পলিথিন ব্যাগ বন্ধে কঠোর মনিটরিং করা হবে: পরিবেশ উপদেষ্টা
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য সুরক্ষার দিকটি বিবেচনা করেই সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে।’

রোববার পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা ।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং করা হবে।’

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে। স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার।‘

banner close
banner close