মঙ্গলবার

২৯ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
১ জিলক্বদ, ১৪৪৬

দেশ থেকে প্রথমবারের মতো শুরু হলো বাস রফতানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ১৪:৩৯

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৪ ১৪:৪৬

শেয়ার

দেশ থেকে প্রথমবারের মতো শুরু হলো বাস রফতানি
প্রথমবারের মতো শুরু হলো বাস রফতানি। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাস রফতানি শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অটোমোবাইলখাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস পিএলসি। চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম। প্রাথমিক চালানে ১১টি এসি বাস ভুটানে রফতানি করা হবে। কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারখানায় বাসগুলোর বডি প্রস্তুত করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইফাদ।

এ প্রসঙ্গে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ‘বাংলাদেশ সব সময় বাস আমদানি করে এসেছে। ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশ প্রথমবারের মতো এটি রফতানি করায় ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অটোমোবাইলশিল্পের জন্য এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ইফাদ অটোস পিএলসি। সরকারের সহায়তা পেলে আরও অনেক দেশে বাস রফতানি করা সম্ভব হবে।’

এরই মধ্যে মালদ্বীপ, নেপাল, মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলো ইফাদ থেকে এসি ও নন-এসি বাস নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন ইফতেখার আহমেদ টিপু।

 

banner close
banner close